Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সিরাজগঞ্জে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ‍২ নারীসহ ৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. ঈমান আলী শেখ এ রায় দেন। সাজাপ্রাপ্তরা আসামীরা হলো- মাদারীপুরের শিবচর উপজেলার আলেপুর গ্রামের মৃত ইকবাল হোসেনের স্ত্রী পারুল আকতার, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আছমা বেগম ও ঝালকাঠির নলছটি উপজেলার ডুবিল গ্রামের শাহজাহান আলীর ছেলে মঞ্জু মিয়া। সিরাজগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. সিরাজুল ইসলাম জানান, ২০০৫ সালের ২৬ মে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৯০ গ্রাম হেরোইনসহ পারুল ও আছমা বেগমকে মাইক্রোবাসসহ আটক করা হয়। পরে ওই ২ নারীসহ ৩ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে মঞ্জু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তবে জামিনে মুক্তি পাওয়া অপর ২ আসামি পলাতক রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ