বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জামালপুর জেলা সংবাদদাতা : হাটবাজারের দরপত্র কেনাকে কেন্দ্র করে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আওয়ামী লীগ নেতাকে মারধর করেছেন অপর আওয়ামী লীগ নেতার কর্মী-সমর্থকেরা। মারধরের কারণে শার্ট ছিঁড়ে গেলে ওই নেতাকে আজ মঙ্গলবার নতুন একটি শার্ট পরিয়ে দেয়া হয়।
মারধরে স্বীকার ওই নেতার নাম রফিকুল ইসলাম। তিনি সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং তারাকান্দি ট্রাক ও ট্যাংক লরি মালিক সমিতির সাধারণ সম্পাদক।
এদিকে রফিকুলকে মারধরের প্রতিবাদে যমুনা সার কারখানা থেকে সার পরিবহন বন্ধ হয়ে গেছে। এ ছাড়াও একই প্রতিবাদে সরিষাবাড়ী থেকে ঢাকাগামী যান চলাচল বন্ধ রয়েছে।
ইউএনও কার্যালয় ও আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন হাটবাজারের দরপত্র ক্রয়ের শেষ দিন ছিল আজ। ইউএনও কার্যালয়ের পাশের কক্ষে দরপত্র ক্রয় কক্ষ হিসেবে ব্যবহার করা হয়। রফিকুল ইসলাম আজ দরপত্র কিনতে আসেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের কর্মী-সমর্থকেরা বাধা দেন। পরে ধাওয়া দিলে রফিকুল ইসলাম দৌড়ে গিয়ে ইউএনও কক্ষে আশ্রয় নেন। ইউএনও ফ্লোরা বিলকিস জাহানের উপস্থিতিতেই রফিকুলকে এ সময় মারধর করা হয়। রফিকুলের পরনের শার্ট ছিঁড়ে ফেলা হয়। পরে হারুন অর রশিদের লোকজন রফিকুল ইসলামকে নতুন একটি শার্ট পরিয়ে দেন।
এ ঘটনার প্রতিবাদে তারাকান্দি ট্রাক ও ট্যাংক লরি মালিক সমিতির নেতারা আজ দুপুরের পর থেকে যমুনা সার কারখানা থেকে সার পরিবহন বন্ধ করে দেন। এতে ১৯ জেলায় সার সরবরাহ বন্ধ রয়েছে। একই প্রতিবাদে সরিষাবাড়ী থেকে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন মালিক সমিতির নেতারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিস বলেন, আমার উপস্থিতিতে এক আওয়ামী লীগ নেতাকে মারধর করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন জানান, হারুন অর রশিদের লোকজন ইউএনও কক্ষে রফিকুল ইসলামকে মারধর করেছেন। তার পরনের শার্টটিও ছিঁড়ে ফেলা হয়েছে। পরে হারুনের লোকজন রফিকুলের গায়ে নতুন শার্ট পরিয়ে দেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন আর রশিদ মারধরের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, যারা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামকে মারধর করেছে তারা দলের কেউ না। তবে তিনি আরও জানান, রফিকুলের গায়ে নতুন শার্ট পরিয়ে দেওয়া হয়েছে।
তারাকান্দি ট্রাক ও ট্যাংক লরি মালিক সমিতির সভাপতি ও আওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন জানান, আমাদের সমিতির সাধারণ সম্পাদককে যারা মারধর করেছে তাদের গ্রেপ্তার না করা হলে কারখানা থেকে অনির্দিষ্টকালের জন্য সার পরিবহন বন্ধ থাকবে।
যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) নজরুল ইসলাম জানান, কারখানা থেকে সার পরিবহন বন্ধ রয়েছে।
রফিকুল ইসলাম জানান, আমি ইউএনও কার্যালয়ে হাটবাজারের দরপত্র কিনতে যাই। এ সময় হারুন অর রশিদের লোকজন দরপত্র কিনতে আমাকে বাধা দেয় এবং মারধর করে। আমার গায়ের শার্টটি ছিঁড়ে ফেলা হয়েছিল। পরে তার লোকজন নতুন শার্ট পরিয়ে দিয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) বিল্লাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।