রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষণাবেক্ষণ রেকর্ড রুমের সুরক্ষা এবং অফিস ও কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা এবং দালালমুক্ত করার জন্যই ধামরাই উপজেলা ভূমি অফিসের ভেতরে ও বাহিরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গত রোববার সকাল থেকেই সিসি ক্যামেরার মাধ্যমে অফিসের পরিবেশ পর্যবেক্ষণ করা হচ্ছে সরেজমিনে তা দেখা গেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা মোস্তারী বলেছেন, অফিসের ভেতরে এবং বাহিরে যাতে কোনো ধরনের অনিয়ম না হয় তার জন্যই এই সিসি ক্যামেরা। তিনি আরো বলেন, অফিসের বাইরে থেকেও অফিসের কার্যক্রম রিমোট ভিওর মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। অফিসে চারটি ক্যামেরা স্থাপন করা হয়েছে। দুটি রেকর্ড রুমের সামনে একটি বাহিরে, অন্যটি কর্মকর্তার নিজ কক্ষে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।