Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট যানবাহনে গণছিনতাই সর্বস্ব লুট

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দীর্ঘ এই যানজটে আটকা পড়ে শত শত যানবাহনের হাজারো যাত্রীকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এদিকে ভয়াবহ যানজটে আটকা যানবাহনে গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মহাসড়কের মির্জাপুর পৌর এলাকার পোস্টকামুরী ব্রিজ এলাকায় যানজটে আটকা পড়া কমপক্ষে ৮/১০টি গাড়ীতে এই গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, সোমবার রাত ২টার দিকে মহাসড়কের ভোটঘর নামকস্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে যানজটের সূত্রপাত হয়। এই যানজট গাজীপুরের চন্দ্রা থেকে মির্জাপুরের কুর্নী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃতি ঘটে। খবর পেয়ে মির্জাপুর হাইওয়ে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি মহাসড়ক থেকে সরিয়ে নিলেও যানজট সকাল ৯টা পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়। এদিকে চাপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা গরু বোঝাই ট্রাকের হেলপার নাছির আহমেদ (৪০) জানান, ভোর ৪টার দিকে মহাসড়কের পোস্টকামুরী নামকস্থানে ৪/৫ জন ছিনতাইকারী অস্ত্রের মুখে তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। ঢাকাগামী বেক্সিমকো ফার্মাসিটিক্যাল কোম্পানীর পিকআপ ভ্যানের চালক রুহুল আমীন (৪৫)-কে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকেও মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে গেছে। এছাড়া গরু বোঝাই অপর এক ট্রাকের হেলপারকেও ছুরিকাঘাত করে তার সর্বস্ব ছিনিয়ে নেয়। তাকে ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া ওই এলাকার আরও কয়েকটি যানবাহনে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে সর্বস্ব কেড়ে নিয়েছে বলে জানান তারা। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারীর রাত ২টার দিকে দুটি ট্রাকের সংঘর্ষের কথা জানিয়ে বলেন, রাতে যানজটের ঘটনা ঘটলে ছিনতাইকারীরা এই সুযোগ কাজে লাগিয়ে যানবাহনে ছিনতাই করে থাকে বলে তিনি স্বীকার করেন। তবে ছিনতাইকারীদের ধরতে তাদের অব্যাহত চেষ্টা রয়েছে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ