রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত চামড়া ব্যবসায়ী মো: ফারুক হাসান ধরা পড়েনি ৩ বছরেও। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক শহরের গোকর্নঘাটের সাবেক কাউন্সিলর আনিসুর রহমানের করা চেক ডিজঅনার মামলায় ঢাকার লালবাগের মেসার্স ফারুক এন্ড ব্রাদার্স হাইড স্কীন-এর মালিক ফারুককে ৬ মাসের কারাদ- ও ১৬ লাখ টাকা জরিমানা করেন। ফারুকের বিরুদ্ধে ২০০৯ সালে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন আনিসুর রহমান। মামলার আবেদনে বলা হয়, ২০০৮ সালের ৬ অক্টোবর আনিসুর রহমানের কাছ থেকে ফারুক ১৫ লাখ ৫৬ হাজার ৯শ’ টাকার গরু-মহিষের চামড়া বাকিতে ক্রয় করেন। ওই সময় জনতা ব্যাংক ঢাকার পোস্তগোলা শাখার একটি চেক দেয়া হয় তাকে। টাকা উত্তোলনের জন্যে আনিসুর নিজ একাউন্টে জমা করলে ২০০৯ সালের ১৪ মে চেকটি ডিজঅনার হয়। এরপর আনিসুর ওই বছরের ২৭ মে ও ১১ জুন লিগ্যাল নোটিশ পাঠান ও পরে মামলা দায়ের করেন। ২০১৩ সালের ৩১ জুলাই মামলার রায়ে ফারুককে ৬ মাসের কারাদ- ও ১৬ লাখ টাকা জরিমানা করে আদালত। ফারুক ঢাকার লালবাগের ৩০ নং আরএনডি রোড কিল্লার মোড়ের হাজী মো: চান মিয়ার ছেলে। আনিসুর রহমান বলেন, পুলিশ এখন পর্যন্ত তাকে গ্রেফতার করছে না। বারবার গ্রেফতারী পরোয়ানা আসার পরও কোনো কাজ হচ্ছে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।