রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুর পৌর সদরে একটি বিচ্ছিন্ন ঘটনায় ছাত্রলীগের নাম জড়িয়ে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের প্রেক্ষিতে হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন অপু। লিখিত বক্তব্যে আল আমিন অপু বলেন, বিভিন্ন পত্রিকায় ছাত্রলীগের দুই গ্রুফের সংঘর্ষের যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। গত শনিবার যে ঘটনাটি ঘটেছে তা ছাত্রলীগের কোনো সংঘর্ষ নয়, যারা ঘটনাটি ঘটিয়েছে তারা উপজেলা ছাত্রলীগ কিংবা কোনো ইউনিটের নেতা-কর্মী নয়। এটা স্বাধীনতাবিরোধীদের কাজ। একটি কুচক্রী মহল মিথ্যা অপবাদ ছড়িয়েছে এবং এ সংক্রান্ত সংবাদ প্রচার হওয়ায় ছাত্রলীগের সুনাম ক্ষুণœ হয়েছে। তিনি আরও বলেন, পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন তাদের মাঝে কোনো ধরনের বিরোধ নেই। পদ-পদবি পাওয়ার পরও আগে যেমন ভালো ছিল এখনো সেই সম্পর্ক ভালো রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালি লিমন, হোসেনপুর পৌর ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুখলেছ ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।