Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তীব্র শীত উপেক্ষা করে বোরোর মাঠে ব্যস্ত ফুলবাড়ীর কৃষক

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মো. আবু শহীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : ভোরের আকাশে ঘন কুয়াশা আর হিমালয়ের শীতল বাতাসের তীব্র হাওয়ায় দিনাজপুরের ফুলবাড়ীতে বোরো চাষে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষককুল। ধারণা করা হচ্ছে চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন ও দাম ভালো পাওয়ায় বোরো চাষে উৎসাহ ও ব্যস্ততা বেড়েছে এই এলাকার কৃষকদের। বোরো চাষের এই মৌসুম চলবে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত, তাই শীত উপেক্ষা করেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন এই জনপদের কৃষক। সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠ ঘুরে দেখা যায়, কুয়াশা ঢাকা শীতের সকাল আর হিমেল হাওয়া উপেক্ষা করেই বিস্তীর্ণ মাঠে কৃষকরা তাদের বোরো ক্ষেতের জমি প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন। বীজতলায় ধানের চারা পরিচর্যার পাশাপাশি ফসলের মাঠকে চাষের উপযোগী করতে কাজ চলছে পুরোদমে। একই সাথে চলছে বীজতলা থেকে ধানের কচি চারা সংগ্রহ এবং ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে জমি চাষের কাজ। কৃষকের ব্যস্ততায় শীত যেন তাদের স্পর্শ করছে না। শরীরে রয়েছে হালকা পোশাক, মাথায় গরম কাপড়। সবমিলিয়ে ফুরফুরে মেজাজে বোরো চাষে ব্যস্ত এই এলাকার কৃষক। উপজেলার কোনো কোনো এলাকায় আবার মাঠে চারা রোপণের কাজ সম্পন্ন হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার ১৩ হাজার ৮শ ২ হেক্টর জমিতে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এ পর্যন্ত ২ হাজার ৮শ ৫০ হেক্টর জমিতে বোরো ধানের চারা লাগানো হয়েছে। তারা আরও জানান, মাঠে বোরো ধানের চারা লাগানোর সময় শেষ হয়নি, আর তাই লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার ক্ষেত্রেও কোনো প্রকার সমস্যা হবার সম্ভাবনা নেই। স্থানীয় কৃষকরা জানান, গত বছরের তুলনায় চলতি বছরে ধানের দাম বেশি পাওয়ায়, বেশিরভাগ কৃষকরা বোরো চাষে ঝুঁকে পড়েছেন। অনেক কৃষক ভুট্টা, গম চাষ না করে বোরো চাষ করছেন। আর তাই ধারণা করা হচ্ছে এ মৌসুমে লক্ষ্যমাত্রার অধিক জমিতে বোরো চাষ হওয়ার সম্ভাবনা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ