Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহ্ফিল

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ডোমার (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামারীর ডোমারে পশ্চিম চিকনমাটি পানাতি পাড়া বায়তুস সালাম জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আরডিআরএস মোড় সংলগ্ন স্কুল মাঠে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ ও ৩০ জানুয়ারি ২ দিনের মাহ্ফিলে প্রথম দিন ডাঃ শামছুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান মুফাস্সির হিসাবে কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন, হযরত মাওঃ শামছুল আরেফীন, সাতক্ষীরা। বিশেষ মুফাস্সির হযরত মাওঃ সামসুদ্দিন হোসাইনী, অধ্যক্ষ, ডোমার ইসলামিয়া ফাযিল মাদ্রাসা। ২য় দিনে বিশিষ্ট ব্যবসায়ী মমিনুল হোসেন রব্বুর সভাপতিত্বে প্রধান মুফাস্সির হযরত মাওঃ রুহুল আমিন, রাজশাহী। বিশেষ মুফাস্সির আলহাজ হযরত মাওঃ আব্দুল হামিদ হোসাইনী, খতিব, বায়তুল আমান জামে মসজিদ, ডোমার। আগামীতে সকলের সহযোগিতা পেলে এর চেয়েও বড় ধরনের পদক্ষেপ নিতে পারবে বলে আশা প্রশাক করেন পরিচালনা কমিটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ