Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদের পুকুর ভরাট নিয়ে দু’পক্ষের হামলায় মহিলাসহ আহত ১২

গ্রামবাসীর ওপর বখাটেদের হামলা

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : মীরসরাইতে মসজিদের পুকুর ভরাট নিয়ে দু’পক্ষের মধ্যে হামলা-পাল্টাহামলা ও গ্রামবাসীর ওপর বখাটেদের দফায় দফায় হামলায় ইউপি মেম্বারসহ অন্তত ১২ ব্যক্তি আহত হয়েছে। উক্ত ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষ থানায় অভিযোগ ও দিয়েছে, সকলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের  ইউপি মেম্বার আবুল খায়ের ও মহিলা মেম্বার জবা বড়–য়াসহ গ্রামবাসী জানান, তাজপুর গ্রামের বড় মসজিদের কমিটি নামাজের জায়গা সম্প্রসারণের জন্য মসজিদের সামনের পুকুরটি ভরাটের সিদ্ধান্ত নেয়। স্থানীয় সোহেল নামে এক যুবক পুকুরটি ভরাটের দায়িত্ব নেয়। কিন্তু ইতোমধ্যে একই এলাকার আতাউল্লাহ নামে অপর যুবক এসে মাটি ভরাট নিয়ে বাধা দিলে মসজিদ কমিটি দুইজনকেই ২০০ গাড়ি করে মাটি ভরাট করার দায়িত্ব দেয়। কিন্তু তাতেও আতাউল্লাহ ক্ষিপ্ত হয়ে গত সোমবার সোহেলকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহত সোহেলকে এলাকাবাসী স্থানীয় মস্তাননগর হাসপাতালে ভর্তি করে। এরই জের ধরে সোমবার দিনভর এলাকার কতিপয় বখাটের দফায় দফায় হামলায় মনোয়ারা বেগম, বিবি খতিজা, সিদ্দীক উসকান, মুক্তার, দিদারসহ অন্তত ১০ ব্যক্তি আহত হয়। এরই জের ধরে গতকাল মঙ্গলবার জোরারগঞ্জ বাজারে পৃথক হামলার শিকার হয় ইউপি মেম্বার খায়ের ও বদিউল আলম। গ্রামবাসী ও হামলায় আহতরা জানান, মাটি ভরাট নিয়ে এমন নৈরাজ্য এবং সবাইকে অপমানিত ও লাঞ্ছিত হওয়াসহ মার খেয়ে আহত হবার ঘটনা এই প্রথম। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির বলেন, আমরা দুই পক্ষেরই লিখিত অভিযোগ পেয়েছি। আর কোনো হামলা বা উত্তেজনা সৃষ্টি না হবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। পুরো ঘটনা তদন্তপূর্বক আইনগত সকল উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ