Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ইউএনও বরাবর স্মারকলিপি পেশ

মাহিন্দ্রর চাকায় পিষ্ট হয়ে ২ শিক্ষার্থী আহত

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : বোদায় মাহিন্দ্রর চাকায় পিষ্ট হয়ে ৬ষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বোদা প্রামানিক পাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপজেলা সদরে বিক্ষোভ প্রদর্শন করে ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করে ইউএনও বরাবরে স্মারক লিপি প্রদান করেছে। প্রামানিক পাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন জানান, গত সোমবার ক্লাস শেষে বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে বোদা বলরামহাট সড়কে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান ও মারুফ বিল্লাহ মাহিন্দ্রর চাকায় পিষ্ঠ হয়ে গুরুত্ব আহত হয়। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মাহিন্দ্র চালক ওই বিদ্যালয়ের শিক্ষক সাদেকুল ইসলামকে লাঞ্ছিত করে। শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় মাহিন্দ্র চালকসহ দুইজনের বিরুদ্ধে বোদা থানায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্ত চালককে গ্রেফতার ও বেপরোয়াভাবে মাহিন্দ্র চালানো বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার বিদ্যায়য়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ করে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করে। সমাবেশে বক্তারা দোষী মাহিন্দ্র চালককে গ্রেফতার, শিক্ষক লাঞ্ছিত হওয়ার বিচার, বেপরোয়া মাহিন্দ্র চালানো নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়কসহ অবৈধ যানবাহন চলাচল আইনের আওতায় এনে নিয়ন্ত্রণের দাবি জানান। বোদা থানার অফিসার ইনচার্জ একেএম নুরুল ইসলাম জানান, দুর্ঘটনায় কবলিত মাহিন্দ্রটি আটক করা হয়েছে। চালককে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান স্মারকলিপি প্রাপ্তি স্বীকার করে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ