Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইভান শেখের তৃতীয় একক অ্যালবাম

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ঈগল মিউজিকের ব্যানারে আসছে ইভান শেখের তৃতীয় একক অ্যালবাম ‘ভূবন মাঝি’। প্রায় দুই বছর পর তার তৃতীয় একক অ্যালবাম প্রকাশিত হচ্ছে। এতে সহশিল্পী হিসেবে রয়েছেন ন্যান্সী ও হ্যাপী আফরিন। মোট ৮টি গানের সমন্বয়ে সাজানো অ্যালবামটি। সুর করেছেন রেজওয়ান শেখ ও ইভান শেখ এবং সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ ও ওয়াহিদ শাহিন। গানগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন ও ইভান শেখ নিজে। এরই মধ্যে দুইটি গানের মিউজিক ভিডিও এর কাজ স¤পন্ন হয়েছে। ‘দেশের গান’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মাস্টার ইয়াসিন। ‘পিঞ্জরে’ শিরোনামের গানটির মিউজিক ভিডিওতে কাজ করেছেন কেয়া, সোহাগ, নেহান ও পরিচালনা করেছেন ইভান শেখ। মিউজিক ভিডিওগুলো পাওয়া যাবে ঈগল মিউজিক এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ