Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বরগুনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ৪:৩৮ পিএম

বরগুনা জেলা সংবাদদাতা : বরগুনায় নাজমা (১৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বরগুনা সদর উপজেলার আট নম্বর কালিরতবক গ্রামের স্বামীর বাড়ি থেকে লাশ টি উদ্ধার করা হয়। নাজমা ওই গ্রামের আল আমিনের স্ত্রী।

জানা গেছে, দুই মাস আগে কালিরতবক গ্রামের আলামিনের সঙ্গে বিয়ে হয় নাজমার। বিয়ের পর থেকেই তার ওপর চলতো স্বামীর নির্যাতন। দু’দিন আগে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসে নাজমা। এর মধ্যেই স্বামীর নির্যাতনে তার নাকের নোলক ভেঙে যায়। যে কারণে ঘরের আঁড়ার সঙ্গে নাজমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ওই গৃহবধূর মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ