Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

টাঙ্গাইল-৪ আসনে উপ-নির্বাচনে ১ কেন্দ্র বাতিল

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ২:১৭ পিএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : নির্বাচনের আগেই ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরে রাখায় বল্লভবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কেন্দ্রটি বাতিল বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম।

তিনি জানান, সোমবার রাতে আওয়ামী লীগের সমর্থকরা ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরে রাখেন। এ কারণে সকালে ওই কেন্দ্রটি বাতিল করা হয়।

তিনি আরো জানান, কালিহাতী উপজেলার দুইটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে দুই লাখ ৯০ হাজার ৫৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৪৬ হাজার ৮০০ এবং পুরুষ ভোটার এক লাখ ৪৩ হাজার ২৫৫। উপজেলার ১০৭টি ভোট কেন্দ্রের ৬৬১টি কক্ষে ভোটগ্রহণ চলছে।

এ উপ-নির্বাচনে প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত হাসান ইমাম খান সোহেল হাজারি (প্রতীক: নৌকা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর প্রার্থী আতাউর রহমান খান (প্রতীক: টেলিভিশন) ও ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) প্রার্থী ইমরুল কায়েস (প্রতীক: আম)।

২০১৫ সালের ১ সেপ্টেম্বর সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।

এদিকে, দুপুর ১২টার মধ্যে কোন কোন কেন্দ্রে ২০ ভাগ ভোট পড়েছে বলে জানা গেছে।
টাঙ্গাইল-৪ আসনে উপ-নির্বাচনে ১ কেন্দ্র বাতিল
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : নির্বাচনের আগেই ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরে রাখায় বল্লভবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কেন্দ্রটি বাতিল বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম।

তিনি জানান, সোমবার রাতে আওয়ামী লীগের সমর্থকরা ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরে রাখেন। এ কারণে সকালে ওই কেন্দ্রটি বাতিল করা হয়।

তিনি আরো জানান, কালিহাতী উপজেলার দুইটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে দুই লাখ ৯০ হাজার ৫৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৪৬ হাজার ৮০০ এবং পুরুষ ভোটার এক লাখ ৪৩ হাজার ২৫৫। উপজেলার ১০৭টি ভোট কেন্দ্রের ৬৬১টি কক্ষে ভোটগ্রহণ চলছে।

এ উপ-নির্বাচনে প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত হাসান ইমাম খান সোহেল হাজারি (প্রতীক : নৌকা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর প্রার্থী আতাউর রহমান খান (প্রতীক : টেলিভিশন) ও ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) প্রার্থী ইমরুল কায়েস (প্রতীক : আম)।

২০১৫ সালের ১ সেপ্টেম্বর সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।

এদিকে, দুপুর ১২টার মধ্যে কোন কোন কেন্দ্রে ২০ ভাগ ভোট পড়েছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ