বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি শন্তু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।আজ মঙ্গলবার ভোরে উপজেলার সেজিয়া গ্রামে এ ঘটনা ঘটে।তিনি মহেশপুর উপজেলার লালপুর গ্রামের রওশন আলীর ছেলে।
মহেশপুর থানার ডিউটি অফিসার এএসআই ইব্রাহীম জানান, শন্তুকে সোমবার সন্ধ্যায় একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়।
এরপর রাত ৩টার দিকে তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ অভিযানে বের হয়। পুলিশ মহেশপুর উপজেলার সেজিয়া হলদিপাড়া মাঠ দিয়ে যাওয়ার সময় শন্তুর সহকর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শন্তু।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের আনু মোল্লার ছেলে হাকিমুল ইসলাম পিনুকে হত্যার পর তার মোটরসাইকেল ছিনতাই করে দুর্বৃত্তরা। এ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ছিলেন নিহত শন্তু।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিপ্লব জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।