Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্টার মেলোডিজের আয়োজনে শিল্পীর প্রিয় গান-আনপ্লাগড

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দ্য ডেইলি স্টারের নিয়মিত বাংলা গানের আয়োজন স্টার মেলোডিজ শিল্পীর প্রিয় গান-আনপ্লাগড শিরোনামে গত ২৮ জানুয়ারি এক সঙ্গীতসন্ধ্যার আয়োজন করা হয়। দ্যা ডেইলি স্টার ভবনের এ এস মাহমুদ সেমিনার হলে সন্ধ্যা ৬টা থেকে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রুমানা ইসলাম, তানভীর আলম সজীব, আনুপমা মুক্তি, পৃথ্বীরাজ ও ঋতুরাজ। আকাশের ঐ মিটি মিটি তারার সাথে, আমার এ দুটি চোখ, আজ এই বৃষ্টির কান্না দেখে, আমি স্বপ্নে তোমায় দেখেছি, শোনো গো দখিন হাওয়া, আমি যে জলসা ঘরে, ওরে নীল দরিয়া, উল্লেখযোগ্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেইলি স্টারের আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিভাগের সম্পাদক সাদিয়া আফরিন মল্লিক। ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও সীমান্তিক এই আয়োজনে সহযোগিতা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ