রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেত্রকোনা জেলা সংবাদদাতা : গাঁজার আসর বসাতে নিষেধ করায় দুর্বৃত্তরা রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রায়হান মিয়াকে (২০)। ঘটনাটি ঘটেছে গত রোববার সকালে কৈলাটী ইউনিয়নের মন্ডলের গাতী গ্রামের রায়হান মিয়ার চাচা রমজান ফকিরের বাড়ীতে। বর্তমানে রায়হান মিয়া নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এলাকাবাসী ও রায়হানের পরিবার সূত্রে জানা যায়, মন্ডলের গাতী গ্রামের আব্দুল হাকিমের পুত্র মাদকসেবী ও ব্যবসায়ী মোশাররফ প্রতিদিন সকাল বিকাল রমজান ফকিরের বাড়ীতে গায়ের জোরে অবৈধ ভাবে গাঁজার আসর বসাতো। রমজান ফকির এর প্রতিবাদ করলে মোশাররফ ও তার সাঙ্গপাঙ্গরা তা পাত্তা না দিয়ে উল্টো নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। উপায়ান্তর না দেখে রমজান ফকির তার ভাতিজা কৈলাটী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রায়হান মিয়াকে বিষয়টি অবহিত করে এর প্রতিকার দাবি করে। ছাত্রলীগ নেতা রায়হান গত রবিবার মোশাররফ ও তার লোকজনকে এই বাড়ীতে গাঁজার আসর বসাতে নিষেধ করে। এতে মোশাররফ ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে রামদা দিয়ে রায়হানকে কুপিয়ে গুরুতর জখম করে। রায়হানের চিৎকারের আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আর এম ও ডাঃ মোস্তাফিজুর রহমান জানান, রায়হানের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে বায়হানের মামা মতি মিয়া বাদী হয়ে মোশাররফসহ ৯ জনকে আসামী করে গতকাল সোমবার থানায় মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।