Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

র‌্যালি ও আলোচনা সভা

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : ‘সাবধানে গাড়ি চালান, নিরাপদ থাকুন’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে  জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোট অথরিটির (বিআরটিএ) আয়োজনে শহরের হাসান আলী স্কুল মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পেশাজীবী মোটরযান চালকদের সড়ক নিরাপত্তা সচেতনতা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ও ঢাকা বিআরটিএ পরিচালক (প্রশাসন) নাজমুল আহসান মজুমদার। জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে এবং জেলা কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, জেলা আ.লীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ