রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে বয়ে যাওয়া নাগর নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে গতকাল সোমবার তালোড়ার পলিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শাহেদ পারভেজের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলামসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করলে বিষয়টি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা সটকে পড়ে। এ সময় ভ্রাম্যমাণ আদালত নদের মাঝ থেকে তাদের ব্যবহৃত বালু উত্তোলনের ৩টি শ্যালো মেশিন আটক করে। পরে আটককৃত ৩টি শ্যালো মেশিন জব্দ করে থানায় নিয়ে আসে। এ সময় ভ্রাম্যমাণ আদালত চিহ্নিত এসব বালু উত্তোলনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। উল্লেখ্য, দুপচাঁচিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে বয়ে যাওয়া এককালের খরস্রোত ও জৌলুসপূর্ণ নাগর নদের অসংখ্য স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের মহাৎসব চলছে। এ সংক্রান্তে ‘দৈনিক ইনকিলাব’সহ স্থানীয় পত্রিকায় একাধিকবার সংবাদও প্রকাশিত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।