Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

জমি বিরোধে ভাইকে কুপিয়ে জখম

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : সখিপুরে দুই শতাংশ জমির বিরোধে ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং এক ভাইকে কুপিয়ে মারাত্মক জখম করেছে অপর ভাইয়েরা। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে সখিপুর উপজেলার বড়চওনা এলাকায়। জানা যায়, উপজেলার বড়চওনা মৌজার ৪৪৪নং খতিয়ানের ৩১নং দাগে কালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হোল্ডিং নং ২৮/২ দুই শতাংশ জমিতে বাড়ি ও দোকান করতো বৃদ্ধ আ. খালেক। জমিজমা সংক্রান্ত বিরোধে গত শনিবার রাত ৭টার দিকে ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে হামলা করে ভাঙচুর, লুটপাট করে ও আ.খালেক কুপিয়ে মারাতœক জখম করে তারই সহোদর ভাই আ. রাজ্জাক, আ. রশিদের নেতৃত্বে মঞ্জু, হাফিজুর, জুলহাস, জয়নাল, হামিদা, বানু, শরিফা, রেহানা, হাসনা, সেলিনা, হেনা সহ ১৫/১৬ জন। এতে নগদ এক লাখ টাকাসহ মনোহারী দোকানের প্রায় ৮০হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় ও বাড়িঘর ভাঙচুর করে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে। গুরুতর আহত আ. খালেককে প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারালো অস্ত্রের কুপে আ. খালেকের মুখের দু’টি দাঁত পড়ে গেছে এবং মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কয়েকটি কুপের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আ. খালেকের ছেলে শাহীনের স্ত্রী আকলিমা বাদী হয়ে গত রোববার রাতে ৯ জনকে আসামি করে সখিপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ