রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাটুরিয়া (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা : মানিকগঞ্জের সাটুরিয়ায় আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক মাটি ভরাটের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ গতকাল সোমবার সকালে মাটি ভরাটের কাজ বন্ধ করে দিয়েছে। জানা গেছে, উপজেলার ধানকোড়া ইউনিয়নের দক্ষিণখলি মৌজার সাড়ে ৫ শতাংশ জমি নিয়ে স্থানীয় কমলা রানী নমদাস ও জীতেন সরকার গংদের মধ্যে বিরোধ চলছে। এ বিষয়ে কমলা বাদী হয়ে বিজ্ঞ সাটুরিয়া সহকারী জজ আদালত মানিকগঞ্জে একটি মামলা দায়ের করেছে। আদালত বিরোধপূর্ণ জমিতে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেছে। কিন্তু জীতেন সরকার গং আদালতের আদেশ অমান্য করে কয়েকদিন ধরে লোকজন দিনে জোরপূর্বক জমিতে মাটি ভরাটের কাজ করছে। পরে সোমবার সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থালে গিয়ে মাটি ভরাটের কাজ বন্ধ করে দিয়েছে। সাটুরিয়া থানার এএসআই মাসুদ জানায়, যেহেতু আদালতের নির্দেশ রয়েছে উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার। তাই কমলার অভিযোগে জীতেন সরকারের মাটি ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।