Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে মহীপুর হাজী মহসীন সরকারি কলেজে সম্মান শ্রেণির তৃতীয় বর্ষের ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সম্মান শ্রেণির তৃতীয় বর্ষের ফরম পূরণ বাবদ সরকারি ফি ২ হাজার ৬২৫ টাকার স্থলে আদায় করা হয়েছে ৫ হাজার ৮৪৫ টাকা। প্রতি ছাত্রের কাছ থেকে অফিস আদায় করছে ৪ হাজার ৬৪৫ টাকা। ডিপার্টমেন্ট থেকে ১ হাজার ২০০ টাকা নেয়া হলেও রসিদ দেয়া হচ্ছে ৪০০ টাকার। বিভিন্ন খাত দেখিয়ে ৫টি বিষয়ে ২৮০ জন ছাত্রের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়েছে। বিপুল পরিমাণ টাকা ক্ষমতাসীন ছাত্র সংগঠন, অফিস ও শিক্ষকদের মাঝে ভাগবাটোয়ারা করে নেয়ার পাঁয়তারা চলছে। ফরম পূরণে অতিরিক্ত টাকা নেয়ার ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার কলেজে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা লিটন আরেফিন নামে এক ছাত্রকে মারধর করে। এ বিষয়ে অধ্যক্ষ বরজাহান আলীর সাথে মুঠোফোনে ০১৭১৫-৩৭৮০৩৩ যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ