বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহে সাথী খাতুন (১৯) নামে এক মহিলা কনস্টেবল আত্মহত্যার চেষ্টা করেছেন। সোমবার তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। খবর পেয়ে পুশের উর্ধ্বতন কর্তৃপক্ষ হাসপাতাল পরিদর্শন করেন। সাংবাদিকরা হাসপাতালে গিয়ে জানতে পারেন, সাথী খাতুন গলায় রশি দিয়ে ঝিনাইদহ পুলিশ লাইনস-এ আত্মহত্যার চেষ্টা করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: ফালগুনি রানী সাহা জানান, সোমবার বেলা ১.৫০ টার দিকে সাথী খাতুনকে নিয়ে মোহনা নামে এক মহিলা কনস্টেবল হাসপাতালে আসেন। তার অবস্থা আশংকামুক্ত বলা যাচ্ছে না। ৭২ ঘণ্টা পর বলা যাবে। তবে বিকাল ৪.৫০ টার দিকে এএসআই ইসমাইল হোসেনসহ বেশ কয়েকজন নারীপুলিশ সাথীকে ইজিবাইকে পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে যান। বিষয়টি নিয়ে ঝিনাইদহ আরআই অফিসে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে কেউ কথা বলতে রাজি হন নি। এমনকি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও ফোন ধরেন নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।