Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

টাঙ্গাইল-৪ উপনির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ৫:৩৫ পিএম

টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। আগামীকাল ওই আসনটিতে ভোট গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। রিট খারিজের ফলে ওই আসনে ভোট গ্রহণে কোনো আইনগত বাধা নেই।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।
রিট খারিজের ফলে ওই আসনটিতে আগামীকাল ভোট গ্রহণ যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কৌঁসুলি।
নির্বাচনী প্রচারণার জন্য পর্যাপ্ত সময় পাননি দাবি করে আতাউর রহমান খান নামের এক প্রার্থী চলতি সপ্তাহে রিটটি করেন। আদালতে তাঁর পক্ষে ছিলেন হাসান এম এস আজিম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ইয়াসিন খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ