বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় রাজিব হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মূলগ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটে।
রাজিব নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার গারফা সাতইল গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাটমোহর-পাবনা মহাসড়কের মূলগ্রাম বাজারসংলগ্ন ওহেদ আলীর দোকানের সামনে মাটিবাহী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় মোটরসাইকেলে চাটমোহর থেকে পাবনায় যাচ্ছিলেন রাজিব। পরে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটির পেছনে গিয়ে ধাক্কা লাগান। এতে মাথায় আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইন চার্জ (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দুর্ঘটনার খবর পাওয়ার পর ফোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।