Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

বরিশাল-পটুয়াখালী সড়কে যান চলাচল স্বাভাবিক

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ২:০৪ পিএম

আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল-পটুয়াখালী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে আজ সোমবার সকাল ৮টার দিকে বোয়ালিয়া বাজার সংলগ্ন বেইলি ব্রিজের পাত সরে গেলে বরিশাল-পটুয়াখালী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ব্রিজের প্লেট সরে গিয়ে কাভার্ডভ্যানটির সামনের একটি চাকা আটকে যায়। ফলে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। রেকার এনে গাড়িটি উদ্ধার করা হয়।পরে ব্রিজ মেরামত শেষে যান-চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে এ দুর্ঘটনার পর বরিশাল থেকে বরগুনার আমতলী, পটুয়াখালী, পায়রা বন্দর ও কুয়াকাটার সঙ্গে সড়ক পথে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজট দেখা দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ