Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নারায়ণগঞ্জে যুবদলের কর্মসূচিতে পুলিশের বাধা, আহত-৩

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলা যুবদলের একটি মিছিলে বাধা দিয়েছে পুলিশ। ওই সময়ে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। তাছাড়া যুবদলের নেতাকর্মীরা সমাবেশ করতে চাইলে সেখান থেকে ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন, আড়াইহাজার যুবদল সভাপতি জুয়েল হোসেন ও ইসমাইল আহত হয়েছে। ২৯ জানুয়ারি রোববার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মামলায় গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। দুপুর ১২টায় শহরের দেওভোগ এলাকা থেকে জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে মিছিল বের হয় ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসার সময়ে পুলিশ বাধা দেয়। তখন নেতাকর্মীরা পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে আবারও সমাবেশের চেষ্টা করলে পুলিশ ব্যানার কেড়ে নেয়। তখন দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।  তখন উপস্থিত ছিলেন জেলা যুবদলের সেক্রেটারি শাহ আলম মুকুল, ফতুল্লা থানার সভাপতি শহীদুল ইসলাম টিটু, আড়াইহাজারের সভাপতি মোঃ জুয়েল আহমেদ, রুহুল আমিন শিকদার, মনোয়ার হোসেন মন্টি, সাদেকুর রহমান, ইসমাইল হোসেন, মনির হোসেন জুম্মন, সরকার, মোঃ লিটন সালাউদ্দিন মোল্লা, মোঃ স্বপন চৌধুরী, শহিদুর রহমান স্বপন, নুরে ইয়াসিন নভেল, আতাউর, আঃ বারেক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ