Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদন্ড

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় হাবিবুর রহমান মামুন (২০) নামের এক বখাটে যুবককে দশ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত শনিবার সন্ধ্যা ৭টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন এ রায় প্রদান করেন। সে পেশায় একজন অটোরিকশা চালক ও পৌরসভার সৈয়দগাঁও গ্রামের মকবুল হোসেনের পুত্র। জানা যায়, দীর্ঘদিন ধরে বখাটে মামুন দাওরাইট গ্রামের সবুজ মিয়ার ৯ম শ্রেণিতে পড়–য়া কন্যাকে স্কুলে যাতায়াতের পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। গত শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলছাত্রী নিজ বাড়ি হতে পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। দাওরাইট গ্রামের রুকুন উদ্দিন মাস্টারের বাড়ির সামনে পৌঁছা মাত্রই পূর্ব হতে ওঁৎ পেতে থাকা বখাটে মামুন স্কুল ছাত্রীকে চুলের মুঠি ধরে টানাহেচড়া করে মাটিতে ফেলে চর-থাপ্পড়, কিল-ঘুষি মারতে থাকে। এ সময় তার চিৎকারে স্থানীয় জনতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বখাটে মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে সন্ধ্যা ৭টায় বখাটে যুবককে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে দশ মাসের বিনাশ্রম কারাদ- ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ