Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়া পৌর মেয়র কারাগারে

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৭, ৫:৩৭ পিএম

পিরোজপুর জেলা সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় যুবলীগকর্মী লিটন পন্ডিত হত্যা মামলায় মঠবাড়িয়ার পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার দুপুরে মঠবাড়িয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে রফিউদ্দিন আহমেদ ফেরদৌস জামিনের প্রার্থনা জানালে আদালতের বিচারক মো. বেল্লাল হোসেন তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মেয়র ফেরদৌসকে কারাগারে পাঠানোর প্রতিবাদে তার সমর্থকরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে।
গত বছরের ২৫ জুলাই মঠবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রফিউদ্দিন আহমেদ ফেরদৌস ও উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগে নেতা আশরাফুল ইসলামের গ্রুপের সংঘর্ষে যুবলীগকর্মী লিটন পন্ডিত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই জাকির হোসেন বাদী হয়ে পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় তিনি উচ্চ আদালতের জামিনে ছিলেন।



 

Show all comments
  • ইমাদুল হক ৩০ জানুয়ারি, ২০১৭, ১২:২৩ এএম says : 0
    ভারতীয় চ্যনেল স্টার জলসা ও জি বাংলা বন্দ না হলে বাংলাদেশের সমাজ ব্যবস্থার ও সংস্কৃতির ক্ষতি হবে অ পুরনীয় ।যা আমার দেশের বিচারপতিরা বুঝতে পারল না । সম্বভ হলে জানিয়ে দিবেন ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ