Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উখিয়ায় প্রাচীন বৌদ্ধবিহারে আগুন

কক্সবাজার অফিস | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৭, ১:৪৪ পিএম

কক্সবাজার অফিস : কক্সবাজারের উখিয়ায় শত বছরের প্রাচীন পূর্ব রত্না মৈত্রী বৌদ্ধবিহারে অগ্নিকাণ্ড ঘটেছে।
গতরাত সাড়ে ৮টায় আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় প্রাচীন এ বৌদ্ধবিহার। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৌদ্ধবিহারের পুরোহিত জ্যোতি মিত্র ভিক্ষু বলেন, নিমন্ত্রণের কারণে ভিক্ষু ও সেবায়েতকারী শ্রামনরা বৌদ্ধবিহারের বাইরে ছিলেন। তাই বৌদ্ধবিহার তালাবন্ধ করে রাখা হয়।
তিনি জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে আগুন লাগার খবর পেয়ে বৌদ্ধবিহারে গিয়ে দেখি আগুন জ্বলছে। আর স্থানীয় বাসিন্দারা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। বৌদ্ধবিহারে প্রায় ৫০টির অধিক ছোট-বড় মূর্তি রয়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, কক্সবাজার থেকে উখিয়ার দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। তারপরও কক্সবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে বৌদ্ধবিহারের আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে।
তবে বৌদ্ধবিহারে মোমবাতির আগুন থেকে এর সূত্রপাত হতে পারে বলে জানান কক্সবাজার ফায়ার সার্ভিসের ওই উপ-সহকারী পরিচালক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ