Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বাবু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৪

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৭, ১:৪০ পিএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে নির্মাণ শ্রমিক আনোয়ার ইসলাম বাবু (৩২) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে ফতুল্লা থানা পুলিশ।

সম্প্রতি সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বেচা-কেনার জের ধরে বাবুকে হত্যা করা হয়।গতরাতে ঢাকার গাবতলি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আতাউর রহমান (২৪), জাকির হোসেন (২২), কাউসার আহমেদ রিতু (২২) ও রাজন মিয়া (২২)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, আনোয়ার ইসলাম বাবু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে রাজধানীর গাবতলি এলাকা থেকে আটক করা হয়েছে। তারা রাজধানী থেকে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করেছিলো।

নিহত বাবু হাজীগঞ্জ পেপার মিল এলাকার আজিজ হাওলাদারের ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন। এছাড়া র‌্যাবের সঙ্গে ক্রসফায়ারে নিহত দেলোয়ার হোসেন দেলুর সহযোগী ছিলো। শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে তাকে হত্যা করা হয়।

পরে এ ঘটনায় নিহতের স্ত্রী শেফালী আক্তার বাদী হয়ে ১৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ