Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আটঘরিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৭, ১১:১২ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনার আটঘরিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শরীফ হোসেন (৩০) নামে একজন নিহত হয়েছেন। আজ রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সুতির বিল নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত শরীফ হোসেন সম্প্রতি পুলিশকে গুলি করার মামলার পলাতক আসামী ছিলেন। তার বাড়ি সদর উপজেলার গাছপাড়া এলাকায়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার সরকার জানান, আটঘরিয়া থানার দুই এসআইকে গুলি করা মামলার পলাতক আসামীরা উপজেলার একদন্ত ইউনিয়নের সুতির বিল ছোট ব্রিজ এলাকা দিয়ে যাবে-এমন তথ্যের ভিত্তিতে সেখানে আগে থেকে অবস্থান নেয় পুলিশের একটি টহল দল। রাত সাড়ে ৩টার দিকে সেখান দিয়ে যাবার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়তে শুরু করে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে শরীফ নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে আটঘরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি শাটারগান, ৩ রাউন্ড গুলি, ৩টি গুলির খোসা, একটি রাম দা, একটি চাপাতি উদ্ধার করে পুলিশ।

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারী সকাল ১১টার দিকে আটঘরিয়া উপজেলার ডেঙ্গারগ্রাম ব্রিজের সন্দেহজনক একটি সাদা প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করেন আটঘরিয়া থানার এসআই মনির হোসেন ও তোফাজ্জল হোসেন। ওই সময় সন্ত্রাসীরা পুলিশকে গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হন দুই এসআই। এ ঘটনায় আলাদা দু’টি মামলা দায়ের করে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ