পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
১৭তম প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আচার বানিয়ে ঢাকার শাহনাজ শারমিন জিতে নিয়েছেন দুই লাখ টাকা পুরস্কার। সারাদেশ থেকে ৪,৭১০ জন প্রতিযোগীর পাঠানো প্রায় ৭,০০০ আচারের মধ্য থেকে ২০১৬ সালের ‘বর্ষসেরা আচার’ হিসাবে তার আচার নির্বাচিত হয়েছে। গত শুক্রবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রিয় সংগীত শিল্পী ফৌরদোস আরা। প্রাণ-আরএফএল গ্রæপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী ও চ্যানেল আই এর নির্বাহী পরিচালক ইসরারুল হকসহ গ্রæপের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বরাবরের মতো এবারের আয়োজনে টক, ঝাল, মিষ্টি ও অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। টক বিভাগে ১ম, ২য় ও ৩য় হন যথাক্রমে ঢাকার মিনারা খাতুন, নাছরিন আক্তার ও বরিশালের নাছরিন সুলতানা রোজি এবং মিষ্টি বিভাগে ১ম, ২য় ও ৩য় হন যথাক্রমে ঢাকার ফরিদা পারভীন, নাজমা রহমান ও আনিকা তাবাসসুম। ঝাল বিভাগে ১ম, ২য় ও ৩য় হয়েছেন যথাক্রমে সুনামগঞ্জের আয়েশা খাতুন, ঢাকার হাফসা খান ও ময়মনসিংহের কমল এবং অন্যান্য বিভাগে ১ম, ২য় ও ৩য় হয়েছেন যথাক্রমে বরিশালের আমেনা বেগম, ঢাকার তাছনুভা ও চাঁপাইনবাবগঞ্জের শামসুন্নাহার হক। প্রতিটি বিভাগের প্রথমস্থান অধিকারীকে পঞ্চাশ হাজার টাকা, দ্বিতীয়কে ওয়াশিং মেশিন এবং তৃতীয়কে মাইক্রোওয়েভ ওভেন পুরস্কার হিসাবে দেয়া হয়। এছাড়া ৩৫ জন পান শুভেচ্ছা পুরস্কার। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ নিসাত পারভীনের নেতৃত্বাধীন ১০ সদস্যের কমিটি। অন্য বিচারকরা হলেন- অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি, সঙ্গীত শিল্পী দিনাত জাহান মুন্নি, রন্ধন বিশেষজ্ঞ কল্পনা রায়, বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ক্যাপ্টেন ডালিয়া আখতার, খাদ্য ও পুষ্টিবিদ সাবিনা ইয়াসমিন, সংবাদ উপস্থাপিকা বৃষ্টি, নাট্য নির্দেশক জিনাত হাকিম, নৃত্য শিল্পী মুনমুন আহমেদ ও আরএফএল হোম মেকার অফ দ্য ইয়ার এর ফাইনালিস্ট শারমিন জাহান তিথি। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ এবং পাওয়ার ভয়েজ শিল্পী মাসুম ও রেশমী। Ñপ্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।