রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাটুরিয়া (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা : মানিকগঞ্জে সাটুরিয়ায় শুক্রবার রাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় ১৫ ভরি স্বর্ণ, ১০০ ভড়ি রুপা ও নগত ৫০ হাজার টাকা লুটে নিয়েছে। ডাকাতের মারধরে আহত হয়েছে ৪ জন। পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে। আটক ডাকাত ধামরাই উপজেলার চৌহাট গ্রামের আবুল হোসেনের পুত্র মাসুদ রানা (৩০)। জানা গেছে, সাটুরিয়া সদরের মন্ডলপাড়া গ্রামের ব্যবসায়ী সত্য সাহার বাড়িতে শুক্রবার রাতে ১৭/১৮ জনের একদল ডাকাত বাসার গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সত্য সাহার পুত্র সুদেব সাহা ও তার স্ত্রী রিতা সাহাকে মারধর করে আলমারি ভেঙ্গে ১৫ ভরি স্বর্ণ, ১০০ ভরি রুপা ও নগত ৫০ হাজার টাকা লুটে নেয়। পালিয়ে যাওয়ার সময় ডাকাতের ছোরা ককটেলের আঘাতে স্বপন (৩৫) ও রঞ্জিত (৩০) নামের ২ জন আহত হয়। এ সময় মাসুদ নামের এক ডাকাতকে আটক করে গণধোলাই দেয় গ্রামবাসী। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, আটক ডাকাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে আরো কয়েকটি ডাকাতির সাথে জড়িত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।