Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজবাড়ীতে শিক্ষা সহযোগিতা কার্যক্রমের উদ্বোধন

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ীতে বিজ্ঞানচেতনার উদ্যোগে বিজ্ঞান, গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষা সহযোগিতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে রাজবাড়ী জেলা সদরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ওই কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর সরকারী ইয়াছিন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আলতাফ হোসেন। রাজবাড়ীর বিজ্ঞান চেতনার আহব্বায়ক এএসএম মহিতুজ্জামান বেলালের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহফুজা খাতুন মলি, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ডাঃ আব্দুর রহিম মোল্লা, শিক্ষক মোঃ রেজাউল করিম, মোঃ লিয়াকত হোসেন প্রমুখ। বক্তারা এ সময় জানান, রাজবাড়ীর গরিব, দুঃখী ছাত্র-ছাত্রীদের প্রতি সপ্তাহে দুই দিন করে মাসিক ৫০ টাকা বেতনে বিজ্ঞান, গণিত ও ইংরেজি বিষয়ে লেখাপড়া করানোই তাদের উদ্দেশ্য, রাজবাড়ীর কোন ছাত্র ছাত্রী যেন দরিদ্রতার কারণে ঝরে না পড়ে সেই জন্য বিজ্ঞান চেতনা এমন উদ্যোগ গ্রহণ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ