রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তানোর ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার সীমান্ত সংলগ্ন বাহাদেবপুর ইউপির গুজিশহর প্রেমগোসাই মেলায় বিভিন্ন রকমের জুয়া ও ভ্যারাইটি শো’র নামে চলছে অর্ধনগ্ন নারীর নৃত্য। স্থানীয়রা জানান, মেলাকে কেন্দ্র করে পাশেই গড়ে উঠেছে জমজমাট মাদকের হাট ও মিনি পতিতালয়। এছাড়া ভাসমান পতিতাদের পদচারণাও রয়েছে। আবার প্রতিযোগিতামূলকভাবে চলছে গাঁজা ও ইয়াবা সেবনের আসর। সচেতন এলাকাবাসী মেলায় এসব অবৈধ ও অনৈতিক কর্মকা- বন্ধের দাবি করলেও তা বন্ধ হচ্ছে না। আবার ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতায় মেলা আয়োজন করায় স্থানীয়রা প্রকাশ্যে কোনো প্রতিবাদ করতে পারছে না। মেলায় ব্যবহৃত গেটপাশে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা ব্যবহার করায় স্থানীয় নেতা ও কর্মী-সমর্থকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এসবের সঙ্গে ব্যবসায়ীদের কাছ থেকে টোল আদায়ের নামে করা হচ্ছে রীতিমতো চাঁদাবাজি। অথচ পুলিশের উপস্থিতিতে এমনকি এক কথায় বলতে গেলে পুলিশ পাহারায় মেলায় এসব অনৈতিক কর্মকা- চলছে বলে অভিযোগ স্থানীয়দের। মেলার কারণে এলাকায় বেড়েছে গরু চুরি, সিঁধেল চুরি ও ছিনতাইয়ের মতো নানা অপরাধমূলক কর্মকা- এলাকায় দেখা দিয়েছে আইনশৃঙ্খলার চরম অবনতি। ফলে খোদ মেলা আয়োজকদের অনেকেই চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে, তারা বলছে ঐতিহ্যবাহী এই মেলা নষ্টের জন্যই অনৈতিক এতো কিছুর আয়োজন। অশ্লীলতা বন্ধের জোর নির্দেশ থাকলেও সব কিছুই চলছে প্রকাশ্যে, অথচ পুলিশ প্রশাসন ও মেলা কমিটি রয়েছে নীরব। স্থানীয়রা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ লঙ্ঘন ও গুজিশহর হাইস্কুল অঘোষিত ছুটি দিয়ে স্কুল চত্বরে তৈরি হয়েছে যাত্রাপালার রঙ্গমঞ্চ এবং স্কুলের বেশিরভাগ কক্ষ ব্যবহার করেছেন যাত্রাপালার শিল্পী-কলাকুশলীরা। অথচ চলতি বছরের ২রা ফেব্রয়ারি স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পরীক্ষার আগ মুহূর্তে এভাবে স্কুল বন্ধ রেখে স্কুল চত্বরের রঙ্গ মঞ্চে অর্ধনগ্ন নারীর নোংরা নৃত্য পরিবেশনের ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দিয়ে বা অন্যকোন কারণে শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে মেলা বা যাত্রাপালা করা যাবে না। অথচ গুজিশহর হাইস্কুল অঘোষিত ছুটি দিয়ে স্কুল চত্বরে রঙ্গমঞ্চ করে সেখানে রাতভর চলছে অর্ধনগ্ন নারীর অশ্লীল নৃত্য, আর এসব উপভোগ করছে স্কুল পড়–য়া ১২ বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধ। আর মেলাকে কেন্দ্র করে স্কুলের পাশেই গড়ে উঠেছে মাদকসেবীদের মিলন-মেলা ও মাদকের হাট, এখানে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে চোলাইমদ, গাঁজা ও ইয়াবা বিক্রিও হচ্ছে ওপেন-সিক্রেট যেন দেখার কেউ নেই। এসব কারণে এলাকার সচেতন মহলে চাপাক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে, তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জররি হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে কুজিশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামাপদ জানান, স্কুল ছুটি দেয়া হয়নি, দিনে স্কুলের পাঠদান চলছে আর রাত্রে যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, এমপি মহোদয়কে অবগত করে ও স্কুলের উন্নয়নের জন্য স্কুল চত্বরে রঙ্গমঞ্চ করার অনুমতি দেয়া হয়েছে। এ ব্যাপারে বাহাদেবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, সকলকে ম্যানেজ করে এবং স্কুলের উন্নয়নের জন্য মেলার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, মেলায় একটু খোলামেলা নাচ ও জুয়া না থাকলে মেলা জমে না। এব্যাপারে বাহাদেবপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও মেলা কমিটির অন্যতম সদস্য সাদেকুল ইসলাম বলেন, স্কুল চত্বরে রঙ্গমঞ্চ করা যাবে না এমন নির্দেশনার কথা তার জানা নাই, তিনি বলেন, প্রশাসনের অনুমতি নিয়ে মেলা আয়োজন করা হয়েছে। এ ব্যাপারে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্কুল চত্বরে যাত্রাপালা অনুষ্ঠানের বিষয়ে তিনি অবগত নন। তিনি বলেন, সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি নিয়ে মেলা অনুষ্ঠিত হচ্ছে। তবে বিষয়টি তিনি বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখবেন বলে জানান। এ ব্যাপারে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ পাহারায় মেলায় অনৈতিক কর্মকা- হচ্ছে এমন অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, মেলার বৈধ অনুমতি থাকায় জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে পুলিশ যেতে পারে, তবে বিষয়টি তার জানা নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।