Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কালভার্ট দেবে যাওয়ায় যান চলাচল ঝুঁকিতে

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ক্যাপ্টেন বখতেয়ার সড়কের রায়পুর বাইন্যার দীঘি এলাকার একটি কালভার্ট দেবে গেছে। দীর্ঘ ৬ মাস আগে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে দেবে যাওয়া এ কালভার্ট নিয়ে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। তবে ঝুঁকিপূর্ণ এ কালভার্ট দিয়ে যান চলাচল করায় যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। এ অবস্থায় তাঁরা দ্রুত এটি সংস্কার করার দাবি জানিয়েছে। উপজেলা প্রকৌশলী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উপকূলীয় ইউনিয়ন রায়পুরবাসীর জেলা শহর ও আশপাশের বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে ক্যাপ্টেন বখতেয়ার সড়ক।  প্রতিদিন এই সড়ক হয়ে ছোট-বড় ও মাঝারি ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু ঘূর্ণিঝড় রোয়ানুর সময় জলাবদ্ধতার ¯্রােত এবং কয়েকদিনের ভারী বর্ষণে কালভার্টটি দেবে যায়। এতে সেখানে বড় গর্তের সৃষ্টি হলে অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর থেকে ওই সড়কে শুধু অটোরিকশা ও রিকশার মতো হালকা যানবাহন চলাচল করছে। যার ফলে দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। সরেজমিন গিয়ে দেখা গেছে, কালভার্টের একাংশ ৩-৪ ফুট নিচে দেবে গেছে। মাঝখানের কিছু অংশ ধসে পড়েছে। দুই পাশের উইং ওয়ালসহ একাধিক অংশে ফাটল সৃষ্টি হয়েছে। নিচের অংশের গাঁথুনী খসে পড়েছে। এদিকে স্থানীয়রা দুর্ঘটনা রোধে যানবাহন চালক ও পথচারীদের সতর্ক করতে কালভার্টের পাশে খুঁটি স্থাপন করেছে। তারপরেও রিকশা-অটেরিকশাসহ হালকা যানবাহন ঝুঁকি নিয়ে কালভার্ট পার হচ্ছে। রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জানে আলম জানান, কালভার্টটি দেবে যাওয়ার পরেও বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তার আগে যতদ্রুত সম্ভব এটি পুনর্নিমাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।  এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান ইনকিলাবকে বলেন, কালভার্ট দেবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করেছি। বরাদ্দ পেলেই দ্রুত উদ্যোগ নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ