রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরে ৮টি উপজেলায় চলতি মৌসুমে গম চাষাবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা ২ হাজার ৯শ’ মেট্টিক টন নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন জাতের গম চাষাবাদ করে এখানকার কৃষক। কম-বেশি সব উপজেলাই গমের ফলন ও চাষাবাদ হয়ে থাকে। বিশেষ করে গম উৎপাদনকারী অঞ্চল গুলোর মধ্যে হচ্ছে মুন্সীরহাট, মতলব, নারায়ণপুর, কুমারডুগি, শাহাতলী, কেতুয়া ও বাকিলা উল্লেখযোগ্য। চলতি বছরের শীত মৌসুমে চাঁদপুরে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দু’হাজার ৯শ’ মে.টন। এতে চাষাবাদের লক্ষ্যমাত্রা রয়েছে ৯৩৬ হেক্টরে। চাঁদপুর খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র মতে, চাঁদপুর সদরে এবার ১৬০ হেক্টর জমিতে চাষাবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৯৬ মে.টন। মতলব উত্তরে ১৩০ হেক্টর জমিতে চাষাবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০৩ মে.টন। মতলব দক্ষিণে ১৭০ হেক্টর জমিতে চাষাবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫২৭ মে.টন। হাজীগঞ্জে ১৫০ হেক্টর জমিতে চাষাবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৬৫ মে.টন। শাহরাস্তিতে ৩২ হেক্টর জমিতে চাষাবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৯ মে. টন। কচুয়ায় ২৬৫ হেক্টর জমিতে চাষাবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮২২ মে.টন। ফরিদগঞ্জে ২০ হেক্টর জমিতে চাষাবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬২ মে.টন। এবং হাইমচরে ৯ হেক্টর জমিতে চাষাবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৮ মে.টন। কৃষকদের সাথে কথা বলে জানা যায়, বর্তমানে তারা লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর, হোচার পরিবর্তে বিদ্যুৎচালিত স্যালো সেচ ব্যবস্থায়, গোবরের সারের পরিবর্তে বিভিন্ন প্রকার উন্নত রাসায়নিক সার ব্যবহার, উন্নত বীজ, পরিমিত কীটনাশকের ব্যবহার, নতুন নতুন জাতের উদ্ভাবন ও প্রযুক্তির ব্যবহার করেছে। আবহাওয়ার অনুকূল পরিবেশ থাকলে গমের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কৃষিবিদরা জানান। চাঁদপুর নদীবিধৌত কৃষিভিক্তিক হওয়ায় কৃষক সময়মত চাষাবাদ, বীজবপন ও সঠিক পরিচর্যায় পারদর্শী। জেলার ব্যাংকগুলো যথারীতি ফসল ঋণ প্রদান করে কৃষিপণ্য উৎপাদনে ব্যাপক সহায়তা দিচ্ছে। এ দিকে চাঁদপুরের সাথে নৌ, সড়ক ও রেলপথের উত্তম যোগাযোগ থাকায় দেশের সর্বত্র কৃষিপণ্য পরিবহন অন্যান্য জেলার চেয়ে খুবই সহজ ও নিরাপদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।