Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রামগঞ্জে ৪টি মোটরসাইলসহ ২ যুবক আটক

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৭, ৪:২৪ পিএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৪টি অবৈধ মোটরসাইকেলসহ দুই যুবকে আটক করে। আটককৃত টিটু উপজেলার অভিরামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও কাউছার পশ্চিম ভাদুর দেওয়ান বাড়ীর আবুল কাশেমের ছেলে বলে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) তোতা মিয়া জানান, দীর্ঘদিন থেকে একটি চক্র শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতীয় মেটর সাইকেল ক্রয়-বিক্রয় করে আসছে। তাছাড়া ওই চক্রের সদস্যরা জাল-জালিয়াতির মাধ্যমে ইঞ্জিন ও চেসিস নং- পরিবর্তন করে ভুয়া নাম্বার প্লেট ব্যবহার করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৪টি মোটরসাইকেলসহ টিটু ও কাউছার নামের দুই যুবককে আটক করা হয়। এ ঘটনায় রামগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। তবে এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ