Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্দরে অগ্নিদগ্ধ হয়ে নৈশ প্রহরীর মৃত্যু

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৭, ২:২৪ পিএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে নুরুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আলী আকবর (৫০) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার সকালে বন্দর উপজেলায় একটি তুলার গোডাউন ও রিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম উপজেলার রামনগর এলাকার মৃত আবদুল গফুর মিয়ার ছেলে। দগ্ধ আলী আকবর বন্দরের সোনাচড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বন্দর উপজেলার ধামগড়ে ইলিয়াস মিয়ার মালিকানাধীন একটি তুলার গোডাউন ও ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে সকালে আগুনের সূত্রপাত হয়।

আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে তুলার গুদামে থাকা নৈশ প্রহরী নুরুল ইসলাম ও আলী আকবর দগ্ধ হয়।

তাদের মধ্যে নুরুল ইসলামকে শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আলী আকবরকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গ্যারেজ মালিক ইলিয়াস আলীর দাবি, আগুনে তার প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ খবরটি জানান।

তিনি বলেন, কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ