রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ওয়াহেদ আলী চৌধুরী বাজারের জায়গা অবৈধভাবে দখল করে ১০টি স্থায়ী দোকানঘর তৈরির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সচেতন মহল বাধা দেয়ার পরও প্রভাবশালী ১০ জন ব্যক্তি বাজারের জমিতে এসব স্থাপনা নির্মাণ করেছেন। এ কারণে হাটেরদিন চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বাজারটিতে পণ্য বেচাকেনার জায়গা পান না। এ বিষয়ে বাজারের জমিদাতা ওয়াহেদ আলী চৌধুরীর দৌহিত্র আবু ছাদেক চৌধুরী গত বছরের ৪ ডিসেম্বর আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন। এর প্রেক্ষিতে গত ২১ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জানে আলম সরেজমিন পরির্দশন করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রায়পুর ওয়াহেদ আলী চৌধুরী বাজারের জমিতে স্থানীয় ১০ জন প্রভাবশালী ব্যক্তি স্থায়ীভাবে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন। ওই ১০ জন হলেন, রায়পুর গ্রামের আবু তাহের, মো. জামাল, মো. নাছির, আবদুল আলিম, মো. ইদ্রিছ, আখতারুজ্জামান, ছৈয়দ নুর, এয়ার মোহাম্মদ, আবদুল কুদ্দুছ ও আহমদ ছফা। সরেজমিন গিয়ে দেখা গেছে, বাজারের ২৮ শতক জমির মধ্যে অধিকাংশ জায়গা বেদখল হয়ে গেছে। স্থায়ীভাবে গড়ে উঠেছে পাকা-আধাপাকা ১০/১২টি দোকানঘর। এতে করে বাজারের উন্মুক্ত অংশ খুবই সঙ্কুচিত হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, প্রায় অর্ধশত বছরের পুরনো এ বাজারে সপ্তাহের প্রতি রবি ও বৃহস্পতিবার বড় হাট বসে। ক্রেতা-বিক্রেতা মিলিয়ে লোক সমাগম ঘটে কয়েক হাজার। বাজার ব্যবস্থাপনার অভাবে চাষি ও ভাসমান ব্যবসায়ীদের হাটে বসার জায়গা সঙ্কুলান হচ্ছে না। অভিযুক্ত দখলকারীদের মধ্যে আখতারুজ্জামান জানান, তারা দীর্ঘদিন ধরে বাজার এলাকায় দোকানঘর তৈরি করে ব্যবসা করছেন। এর আগে এসব দোকানের ভাড়া তুলতেন স্থানীয় মোজাফফর চৌধুরী। কিন্তু এইসব জমি সরকারি খাস জানতে পেরে তৎকালীন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) পরামর্শক্রমে ভাড়া দেওয়া বন্ধ করে দিই। জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ ইনকিলাবকে বলেন, অভিযোগ পেয়ে বাজার এলাকা পরিদর্শন করেছি। সেখানে অনেকে স্থায়ীভাবে দোকানঘর গড়ে তুলেছে। উচ্ছেদ করলেই সমস্যার সমাধান নয়। তাই সরকারি বিধি মতে এসব দোকান লিজ দেয়ার সিদ্ধান্ত নিব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।