রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে গম ও সরিষার বাম্পার ফলনের আশা করছে কৃষক। এবারে উপজেলার ৪ হাজার ৬শ’ হেক্টর জমিতে সরিষা ও ১ হাজার ৫শ’ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। এসকল জমিতে বারি সরিষা-১৪, বারি সরিষা-১৫, বারি-৯, বিনা-৪ ও তরি-৭ জাতের সরিষা এবং বারি-২৮, বারি-২৯ ও বারি ৩০ জাতের গম আবাদ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, উপজেলায় গম ও সরিষা চাষে লক্ষ্যমাত্রা জেলার শীর্ষে রয়েছে। সরিষা চাষের জন্য ১শ’ ৭০ হেক্টর জমিতে ও গম চাষের জন্য ১৩৯ হেক্টর জমিতে প্রণোদনা হিসাবে বিনামূল্যে কৃষককে সার ও বীজ দেয়া হয়। রতনপুর গ্রামের রাজ্যপাল ২০ শতক জমিতে নতুন জাতের ট্রিটিক্যালি গম লাগিয়ে লাভবান হয়েছেন। ইতিমধ্যে গো-খাদ্য হিসাবে ৫ হাজার টাকার গম গাছ বিক্রি করেছেন। ট্রিটিক্যালি জাতের গমের গাছ ২ বার কেটে নেয়ার পরও গম হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবার রহমান জানান, অনুকূল আবহাওয়া ও রোগ বালাই কম হওয়ায় প্রতিবিঘায় (৩৩ শতাংশ) সরিষা ৬ মন ও গমের ফলন ১৫/১৬ মন হওয়ার সম্ভাবনা রয়েছে। গম ও সরিষার বেশকিছু প্রদর্শনী প্লট করা হয়েছে সেখান থেকে উন্নতমানের বীজ সংগ্রহ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।