Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রাশেদের চিকিৎসায় সাহায্যের আবেদন

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা: ঝিনাইদহ শহরের রাশেদ বীজ ভা-ারের মালিক রাশিদুল ইসলাম জীবন বাঁচাতে সমাজের সচেতন মানুষের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছে। দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তার দুটি কিডনীই নষ্ট হয়ে গেছে। তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। রাশিদুল ইসলামের স্বজনেরা জানান, দীর্ঘদিন ধরে কিডনীর সমস্যায় ভুগছিলো রাশিদুল ইসলাম। গত বছর শুরুতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে তাকে ঝিনাইদহের সমতা ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হলে কিডনী বিশেষজ্ঞ ডা: আব্দুল্লাহ আল মামুন তাকে চিকিৎসা দেন। চিকিৎসার অবস্থা আরো খারাপ হয়ে পড়লে এক পর্যায়ে তাকে ঢাকা রেফার্ড করা হয়। সেখানে রিপোর্টের মাধ্যমে ধরা পড়ে তার দুটো কিডনী অকেজো হয়ে পড়েছে। সেই সাথে তার দুটি চোখও নষ্ট হওয়ার পথে। সহায় সম্বল বিক্রি করে ঢাকার কিডনী হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। চিকিৎসার টাকা যোগাড় করতে গিয়ে ২ মেয়ে ও স্ত্রী এখন অনাহারে, অর্ধাহারে দিনানিপাত করছেন শহরের আদর্শপাড়ার একটি ভাড়া বাড়িতে। চিকিৎসকরা বলছেন তার কিডনী বদলাতে প্রায় ৩০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু তার একার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই বাধ্য হয়ে সমাজের দানশীল, হৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
সাহায্য পাঠানোর ঠিকানা-
রাশেদ বীজ ভান্ডার
সঞ্চয়ী হিসাব নং-৮০৫
কৃষি ব্যাংক, খিনাইদহ শাখা
মোবা : ০১৭১২-২৫৯৮৫৫



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ