রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবেশীর বসতবাড়ী ভাঙচুর করে জায়গা দখল করার অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার হিরন গ্রামের ব্যবসায়ী জীবন কৃষ্ণ দের সাথে প্রতিবেশী উত্তম দের দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে গত বৃহস্পতিবার জীবন কৃষ্ণ দে লোকজন নিয়ে উত্তমের বসতবাড়ী ভাঙচুর করে তার জায়গা দখল করে নেয়। এ ঘটনায় উত্তমের মা গীতা রানী দে বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিধবা গীতা রানী দে (৭০) বলেন, আমি আমার স্বামীর ভিটায় ছেলে সন্তান নিয়ে বসবাস করে আসছি। প্রতিবেশী প্রভাবশালী ব্যবসায়ী জীবন কৃষ্ণ দে আমাদের বাড়ীঘর ভাঙচুর করে আমার পরিবারকে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ করে দিয়েছে। আমি এখন আমার পরিবারের সদস্যদের নিয়ে অন্যের বাড়ীতে আশ্রয় নিয়েছি। এ ব্যাপারে জানার জন্য ব্যবসায়ী জীবন কৃষ্ণ দের বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার ছেলে অভিজিৎ দে বলেন, গীতা রানী দে ও তার পরিবারের লোকদের আমাদের জায়গায় থাকতে দিয়ে ছিলাম। এখন আমরা আমাদের জায়গা থেকে তাদের উচ্ছেদ করে দিয়েছি। নাম প্রকাশ করার শর্তে এক বৃদ্ধ প্রতিবেশী বলেন, আমাদের ছোট বেলা থেকে দেখে আসছি উত্তমের বাবা তার পৈতৃক ভিটায় বসবাস করে আসছে। এখন শুনছি এই জায়গা জীবন কৃষ্ণ দের। গীতা রানী দের অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই মাহাবুবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।