বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ঢাকার রাস্তায় হিজড়াদের চাঁদাবাজি ও উপদ্রব রুখতে ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাসদের সদস্য এ কে এম রেজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি ঢাকা শহরের বাস স্টেশন, বাসের ভেতরসহ বিভিন্ন স্থানে হিজড়াদের চাঁদাবাজির ঘটনা ঘটছে বলে সরকার জানতে পেরেছে। বিষয়টির প্রতি সরকারের দৃষ্টি রয়েছে। সংশ্লিষ্ট এলাকার হিজড়া গুরুমাতাদের সঙ্গে এসব সমস্যা নিয়ে কথা বলা হয়েছে। এ ছাড়া, এসব সামাজিক অনাচার বা গণ-উপদ্রব দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশকেও অবহিত করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। সরকারি দলের সদস্য মো: ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশে বেদে, হিজড়া ও হরিজন সম্প্রদায়ের পরিসংখ্যানগত কোনো জরিপ হয়নি। তবে সমাজসেবা অধিদফতরের জেলা পর্যায়ের তথ্য অনুযায়ী দেশে ৭৫ হাজার ৭০২ জন বেদে, ১০ হাজার ১৩৯ জন হিজড়া ও দুই লাখ ৬৪ হাজার ৬১৬ জন হরিজন রয়েছেন। আর দেশে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ১৫ লাখ ৯ হাজার ৭১৬ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।