Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

না’গঞ্জের বন্দরে ২ বাড়িতে ডাকাতি : গৃহকর্তাসহ আহত ২

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : বন্দরের নয়ানগর মুকফুলদী এলাকায় ২ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের অস্ত্রের আঘাতে বাড়ির মালিক মোহসীন মোল্লা (৪৮) ও তার ভাই মাহমদ আলী মোল্লা (৫০) আহত হয়েছে। ডাকাতরা ১০ ভরি স্বর্ণ, নগদ ১১ হাজার টাকা, ২টি মোবাইল সেট ও ১টি টর্চ লাইট নিয়ে গেছে। ডাকাতি করে পালানোর সময় জনতা ৩ ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
আটকৃত ডাকাতের মধ্যে ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ২ জনকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হাজতে আটক রেখেছে।
এ ঘটনায় কুতুব উদ্দিন মোল্লা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। ডাকাতির ঘটনার পর এএসপি সাজিদ হাসান ও ওসি আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেন। আটককৃত ডাকাতরা হলো আল আমিন (২২), সোহাগ (২৫)। ঢাকা মেডিক্যালে ভর্তি ডাকাত অজ্ঞান থাকায় তার নাম জানাতে পারেনি পুলিশ। পুলিশ ডাকাতদের কাছ থেকে তালা কাটার যন্ত্র উদ্ধার করে। বাদী কুতুব উদ্দিন মোল্লা জানান, ভোর ৪টায় ৫/৬ জনের মুখোশধারী ডাকাত দল বন্দরের নয়ানগর মুকফুলদী গ্রামে প্রথমে তার বাড়িতে গেটের তালা ভেঙে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, ডাকাতরা পালানোর সময় এলাকাবাসী মাইকে ঘোষণা দিলে ডাকাতরা দৌড়ে পালানোর সময় সেলসারদী এলাকা থেকে ৩ জনকে ধরে গণপিটুনি দেয় জনগণ। এর মধ্যে ১ জন সজ্ঞা হারিয়ে ফেললে এলাকাবাসী মনে করেছিল সে মরে গেছে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৩ ডাকাতকে আটক করে বাকিরা পালিয়ে যায়। এর মধ্যে ২ জন তাদের পরিচয় জানিয়েছে। তারা হলো বরিশাল বানারীপাড়া থানার বাংলাবাজার  এলাকার নূরইসলামের ছেলে আলআমিন ও সোনাকান্দা বেপারীপাড়া এলাকার আঃ সোবহান মিয়ার ছেলে সোহাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ