Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

সংসদে নসরুল হামিদ নতুন ৩২টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন প্রক্রিয়াধীন আরও ৩০টি কেন্দ্র

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ক্রমবর্ধমান চাহিদা মোকাবেলায় সরকার নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ১১ হাজার ২০২ মেগাওয়াট ক্ষমতার ৩২টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এ বিদ্যুৎকেন্দ্রগুলো ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে। আরও ৪ হাজার ৭১৪ মেগাওয়াট ক্ষমতার ৩০টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। এ বিদ্যুৎকেন্দ্রগুলো ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে। এ ছাড়া ৬ হাজার ৩৪৫ মেগাওয়াট ক্ষমতার ১১টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ পরিকল্পনাধীন রয়েছে। নসরুল হামিদ বলেন, পুরাতন সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো সময় সময় নিয়মানুসারে মেরামত ও সংরক্ষণ কাজ করা হচ্ছে এবং কিছু পুরাতন সিম্পল সাইকেল বিদ্যুৎকেন্দ্রকে কম্বাইন্ড সাইকেলে রূপান্তর করে ক্ষমতা বৃদ্ধির কাজ অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ