Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে ৯ দিনব্যাপী সহশিক্ষা কার্যক্রম

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সামাজিকভাবে শিক্ষার্থীদের মানবিক ও নান্দনিকময় বিকাশ সাধনের লক্ষ্যে রাজধানীর মিরপুরে অবস্থিত বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে অনুষ্ঠিত হলো ৯ দিনব্যাপী সহশিক্ষা কার্যক্রম। নানা রংয়ের বেলুন আর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে গত ১৪ জানুয়ারি সহশিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিংবডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো। মনোমুগ্ধকর আয়োজন আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সহশিক্ষা কার্যক্রমগুলোর মধ্যে ছিলোÑ খেলাধুলা, বিজ্ঞান উৎসব, গণিত উৎসব, আইটি উৎসব, পিঠা উৎসব, বইমেলা, বিতর্ক এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা ইত্যাদি। ২২ জানুয়ারি সহশিক্ষা কার্যক্রমের সমাপনী দিনের বিশেষ আয়োজনে ছিলো পুরস্কার বিতরণী পর্ব। কলেজের রেক্টর প্রফেসর তরুণ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা। সহশিক্ষা কার্যক্রমের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুদীপ কুমার ম-ল এবং শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য রাখেন শিক্ষক জাকিদুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো বলেনÑ আমি মনে করি, শিক্ষার্থীদের সুস্থ দেহ এবং সুস্থ মনের অধিকারী হওয়ার জন্য এটি সময় উপযোগী একটি সফল আয়োজন। তিনি সহশিক্ষা কাযক্রমের মতো আনন্দময় আয়োজন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, শ্রেণি শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমাদের কোমলমতী শিক্ষার্থীরা জ্ঞান, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ অর্জন করতে পারবে। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ