বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পরমাণু শক্তি বিষয়ক শীর্ষক এক সেমিনার গতকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে সেমিনার বক্তা ছিলেন মালয়েশিয়ার মালয় বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাঈন উদ্দিন খন্দকার।
সেমিনারের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, চিকিৎসায় পরমাণু শক্তি-প্রযুক্তি বর্তমানে সারা বিশ্বে সফলভাবে ব্যবহার হচ্ছে। প্রযুক্তির প্রতিনিয়ত পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে আমাদেরকেও এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। চুয়েটের এই সেমিনার থেকে পরমাণু শক্তি-প্রযুক্তি ব্যবহারের নানা দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা পাওয়া যাবে। পশ্চিম গ্যালারিতে আয়োজিত এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) ও চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, উক্ত বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুর রশীদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও পোস্ট গ্রাজুয়েট কোর্সের শিক্ষার্থীবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।