পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বেনাপোল অফিস : ৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে দু’ই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক চলছে। যাত্রীরাও দুই দেশের মধ্যে চলাচল করছে। শনিবার সকাল থেকে আবার এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে বলে দুই দেশের বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতারা জানিয়েছে।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, প্রজাতন্ত্র দিবসে ভারতে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার পেট্রাপোল বন্দরের সব কাজকর্ম বন্ধ রয়েছে। বন্ধের বিষয়টি ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ বাংলাদেশ কাস্টসম কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছে। শনিবার সকাল থেকে আবার এ পথে আমদানি-রফতানি চলবে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা তিতুমীর আহম্মেদ বলেন, ‘ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে বলে পত্র দিয়ে বুধবার বিকেলে আমাদের জানানো হয়েছে। ফলে বৃহস্পতিবার সকাল থেকে এ পথে আমদানি-রফতানি বন্ধ। তবে বেনাপোল বন্দরে আমদানি পণ্য খালাস ও কাস্টমস হাউজের শুল্কায়নের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলছে। ’
এদিকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় উভয় দেশের বন্দরে পচনশীল পণ্যসহ কয়েকশ’ ট্রাক আটকা পড়ে আছে বলে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কাস্টমসবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।