পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপির তীব্র নিন্দা : অঙ্গসংগঠনের কর্মসূচি
স্টাফ রিপোর্টার: বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেন, সরকারের দলীয় লোকদের দিয়ে সার্চ কমিটি গঠন করার ফলে জনমনে যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে তা থেকে জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করারই সুস্পষ্ট কৌশল।
এদিকে তারেক রহমানের বিরুদ্ধে পরোয়ানা জারির ঘটনায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল ও যুবদল বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছে।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে বলেন, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তার বিরুদ্ধে সরকারের ধারাবাহিক আক্রমণেরই অংশ। জাতীয়তাবাদী চেতনা যে বিএনপি নেতাকর্মীদের মূল স্পিরিট তা মুছে ফেলতেই সরকার লাগামহীনভাবে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা ও গ্রেফতারি পরোয়ানা অব্যাহত রেখেছে।
তিনি বলেণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহামান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অসত্য, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানকে সরকারের মন্ত্রী, এমপি ও নেতারা তাদের অভ্যাসে পরিণত করেছে। কোনো সভ্য দেশেই রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে অশ্রাব্য গালিগালাজ করার দৃষ্টান্ত নেই।
তিনি বলেন, দেশের জনগণ বিশ্বাস করে, জাতীয়তাবাদী শক্তিরধারক-বাহক জিয়া পরিবারকে নিশ্চিহ্ন এবং রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্যই একের পর মিথ্যা মামলা ও পরোয়ানা জারি করা হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের আন্দোলনের ফসল ১/১১’র সরকারের নির্যাতনের কারণেই আজকে তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করতে হচ্ছে। কিন্তু সরকারের ভুলে গেলে চলবে না, বাংলাদেশের কোটি কোটি মানুষের সমর্থনই হচ্ছে বিএনপির মূল শক্তি। এ দলকে সহজে নিশ্চিহ্ন কিংবা জিয়া পরিবারকে ধ্বংস করার অপচেষ্টা কোনোদিনই বাস্তবায়িত হতে দেবে না জিয়া ভক্ত কোটি কোটি জনতা।
মির্জা ফখরুল বলেন, আমি বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার তীব্র ক্ষোভ প্রকাশ করছি এবং অবিলম্বে হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।
অঙ্গ সংগঠনের কর্মসূচি :
আজ জেলা ও মহানগরীতে এবং আগামীকাল শনিবার সারা দেশে থানা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। পৃথক কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। আজ সারাদেশে প্রতিটি থানায়, শনিবার জেলায় জেলায় এবং রোববার বিভাগীয় শহরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে। শনিবার সারাদেশে জেলা-মহানগর ও বিশ্ববিদ্যালয়সমূহে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। গতকাল বিজ্ঞপ্তিতে জানিয়েছেন দলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।